স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন আসছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। তিনি জানান যেহেতু এখনো কোভিডের মহামারি এখনো শেষ হয়নি তাই সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। সেই সাথে সব অনুষ্ঠানে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে যাতে কোনোরকম অসুবিধা কেউ সৃষ্টি করতে না পারে। তিনি রোববার দুপুরে (৩১ জুলাই) সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রী আরো জানান ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাজুড়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হবে। নৌ পুলিশের মাধ্যমে ধানমন্ডি লেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। এটি ডিএমপি কমিশনারের নেতৃত্বে হবে। তাছাড়া বিদেশি মিশনের কূটনীতিকদের ধানমন্ডি ও বনানীতে পুষ্পস্তবক অর্পনে যাতায়াত নির্বিঘ্নে করতে নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা থাকবে বলেও জানান মন্ত্রী। এছাড়া জাতীয় শোক দিবসে ফেসবুক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ যেন কোনো ধরনের গুজব ছড়াতে না পারে গোয়েন্দারা সবসময় সচেষ্ট থাকবে বলেও সভায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী ।
Leave a Reply