হাওয়া সিনেমার হাওয়া শিরোনামের গানটি দেশজুড়ে সাড়া ফেলে দেয়ায় ধারণা করা হয়েছিলো সিনেমাটিও চলচ্চিত্রাঙ্গনে ঝড় বইয়ে দিতে সক্ষম হবে। আর মুক্তির পর সে সম্ভাবনাটাও জেগে উঠেছে। ছবিটি দেখতে হলগুলোতে ভীড় করছেন সব বয়সী নারী পুরুষ। শুধু দর্শকরাই নয় অভিনয় শিল্পী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের তারাকরাও হাওয়া দেখতে হলে যাচ্ছেন। সেইসাথে ছবি দেখে তাদের অনুভূতি জানাতে গিয়ে সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ সবাই। দীর্ঘদিন পর একটি ভালো সিনেমা দেখেছেন বলে মন্তব্য করেন তারা। ২০১৯ সালের অক্টোবর মাসে শুরু হয় হাওয়া সিনেমার শুটিং। মাঝে করোনার কারণে বন্ধ হয়ে যায় এর নির্মাণ কাজ। তারপর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলে শুটিং সম্পন্ন করেন পরিচালক মেজবাউর রহমান সুমন। হাওয়া সিনেমার পুরো শুটিং হয় বঙ্গপসাগরের কোল ঘেষা সেন্ট মার্টিন দ্বীপে। বাংলাদেশে এই প্রথম কোনো সিনেমার পুরো শুটিং গভীর সমুদ্রে সম্পন্ন হলো। ২৯ জুলাই শুক্রবার থেকে মাত্র ২৪টি হল দিয়ে এর যাত্রা শুরু হলেও দর্শকদের চাহিদায় সহজেই ধারণা করা যাচ্ছে এর হলসংখ্যা বাড়বে। হাওয়া সিনেমা নিয়ে চলমান দর্শকদের উচ্ছাস তুলনামূলক বেশি হওয়ার কারণ এ ছবির অভিনয় শিল্পী আর শ্রুতিমধুর গান। এরই মধ্যে এ ছবির গান সাদা সাদা কালা কালা দর্শক প্রশংসায় ভাসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুঁ মারলেই দেখা যাচ্ছে এ গানের রাজত্ব। এ সিনেমার ইতিবাচক দিকগুলোর কথা বিবেচনায় আনলে শুরুতেই আসবে ছবির কাহিনীর কথা। গতানুগতিক প্রেম, রাজনীতি, কিংবা সন্ত্রাসনির্ভর কাহিনীর বাইরে হওয়ায় সিনেমাটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সেইসাথে এ ছবির বড় অর্জন হলো অভিনয় শিল্পীরা। ছবির অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয়ের ভক্ত রয়েছেন দেশের সিনেমাপ্রেমীর বড় একটি অংশ। বহুদিন পর চঞ্চল চৌধুরী অভিনিত ছবি মুক্তি পাওয়ায় তার ভক্তরা হলমুখী হচ্ছেন দলবেধেঁ। পাশাপাশি এ সময়ের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজও পরাণ ছবির মাধ্যমে একটি বিশাল শ্রেণির দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। ফলে চঞ্চল চৌধুরী শরিফুল রাজের অভিনয় দেখতে সিনেমাটি দেখার লোভ সামলাতে পারছেন না অনেকেই। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে এ সিনেমার আরো একটি উল্লেখযোগ্য দিক হলো পরিচালক মেজবাউর রহমান সুমন। তরুণ ও মেধাবী এই পরিচালক তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন এ সিনেমায়। গল্প, চিত্রায়ন আর অভিনয়শিল্পীদের কাছ থেকে সর্বোচ্চ কাজটিই বের করে এনেছেন তিনি। ফলে সবমিলিয়ে একটি পরিপূর্ণ সফল ছবি বলা যায় হাওয়াকে। যা চলচ্চিত্রের মন্দা হাওয়াকে পরিবর্তন করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply