মহামারি করোনা ভাইরাসে সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। যা এর আগের দিন অর্থাৎ রোববারের চেয়ে ২জন কম। একই সময়ে করোনা শণাক্ত হয়েছে আরো ৩৪৯ জনের দেহে। এর আগের দিন রোববার করোনা শণাক্ত হয়েছিলো ৩৬৫ জনের। সে হিসেবে গেলো ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শণাক্ত দুটোই কমেছে। ১ আগস্ট সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৫ হাজার ৬০৬ জনের দেহে করোনা শনাক্ত হলো। পাশাপাশি এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ২৯২ জন।
Leave a Reply