করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় দেশে ২জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোণা শণাক্ত হয়েছে আরো ২২০ জনের। সে হিসেবে এর আগের দিনের চেয়ে মৃত্যু ও শণাক্তের হার দুটোই কমেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল ৩ হাজার ৯৪০ টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৫৯ টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৬ শতাংশ। গেলো ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪৫জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ১১৯ জনে।
Leave a Reply