সঙ্গীতাঙ্গনে সবচেয়ে জনপ্রিয় পুরুষ কণ্ঠশিল্পীর নাম কী? তবে অধিকাংশ মানুষ এক কথায় জবাব দিবেন এন্ড্রু কিশোর। জ্বী প্লে ব্যাক সম্রাটখ্যাত এন্ড্রকিশোরই হলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত তারকা। বাংলাদেশের সঙ্গীত জগতে বিশেষ করে প্লেব্যাক শিল্পী হিসেবে একচেটিয়া রাজত্ব করা শিল্পীর নাম এন্ড্র কিশোর। বাংলা চলচ্চিত্রের গানের সংগ্রহশালার দিকে তাকালে দেখা যাবে বেশিরভাগ জনপ্রিয় গানের কণ্ঠশিল্পীই হলেন এন্ড্রকিশোর। সাদা কালো যুগের রাজ্জাক আলমগীর থেকে শুরু করে হালের শাকিব খান, রিয়াজদের লিপেও তার অসংখ্য জনপ্রিয় গান মানুষের মুখে মুখে। বাংলাদেশের এই সঙ্গীত মহাতারকা তার জীবদ্দশায় পনের হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। যা অনেক শিল্পীর ক্ষেত্রেই বিরল ঘটনা। নজরুল, রবিন্দ্র, ফোক, দেশাত্ববোধকসহ সবধরনের গানে তার কণ্ঠ মানিয়ে যেত চমৎকারভাবে। বিশেষ করে এন্ড্রকিশোর যুগ যুগ বেঁচে থাকবেন তার চলচ্চিত্রের গানের জন্য। তার জনপ্রিয় গানের তালিকা এতটাই বিশাল যে বলে শেষ করা কঠিন। তবে এন্ড্রকিশোর বলতেই যে গানগুলো গানের কাছে বেজে উঠে সেগুলো হলো, আমার সারা দেহ খেয়োগো মাটি, ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলেই ঠুস, জীবনের গল্প আছে বাকি অল্প, কি জাদু করেছো বলো না, এক বিন্দু ভালোবাসা দাও, তুমি মোর জীবনের ভাবনাসহ অসংখ্য গান গান মানুষের মুখে মুখে ফেরে। ১৯৫৫ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করা এন্ড্রকিশোরের মা ছিলেন একজন সঙ্গীতঅনুরাগী। মূলত তার আগ্রহেই গানের জগতে প্রবেশ করেন এন্ড্রকিশোর।১৯৭৭ সালে আলম খানের সুরে অচিনপুরের রাজকুমারী নেই শিরোনামের গান দিয়ে তার চলচিচত্রের গানের শুরু। তারপর মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্রের গান সমৃদ্ধ হয়েছে তার কণ্ঠের জাদুতে। গুণী এই কণ্ঠশিল্পী জীবদ্দশায় অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাঁচবার বাচসাস পুরস্কার এবংদুবার মেরিল প্রথম আলো পুরস্কার উল্লেখযোগ্য। ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতার জন্য সিঙ্গাপুর নেয়া হয় এন্ড্রু কিশোরকে। সেখানে পরীক্ষা নিরিক্ষায় তার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসরা হাল ছেড়ে দেয়ায় তার ইচ্ছাতেই ২০২০ সালের ২০ জুন তাকে রাজশাহীতে ফিরিয়ে আনা হয়। সে বছরেরই ৬ জুলাই মৃত্যুবরণ করেন এই বরেন্যসঙ্গীতশিল্পী। বাংলাদেশের সঙ্গীতাকাশের উজ্জ্বল নক্ষত্র এন্ড্রুকিশোর তার গানের জন্য সঙ্গীতপিপাসুদের অন্তরে বেঁচে থাকবেন যুগের পর
যুগ। যতদিন বাংলা গান থাকবে ততদিন গর্বের সাথে উচ্চারিত হবে এন্ড্রকিশোরের নাম।
Leave a Reply