চলচ্চিত্র ক্যারিয়ারের ৩০ বছর পূর্ণ করলেন বলিউডের একসময়কার সুপারহিট নায়িকা কাজল। বর্তমান সময়ে সিনেমায় নিয়মিত না হলেও তার সোনালী দিনের সুপার হিট সব সিনেমাগুলো আজও গেথে আছে অগণিত দর্শকের অন্তরে। কাজলের দীর্ঘ ক্যারিয়ার নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন।
বলিউডের বহু হিট সুপারহিট সিনেমার নায়িকা কাজল মুখার্জি ১৯৭৪ সালের ৫ই আগস্ট ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন।
অভিনেত্রী তনুজা সমর্থ এবং চলচ্চিত্র নির্মাতা শমু মুখার্জী দম্পতির কন্যা কাজল ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন । ক্যারিয়ারে বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথে তার জুটি আজও বলিউডের নতুন জুটিদের কাছে ঈর্ষণীয় এবং আদর্শ হয়ে আছে। কাজলের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৯২ সালে তার মায়ের সাথে প্রণয়ধর্মী বেখুদি চলচ্চিত্রে। সে সিনেমায় সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত বাণিজ্যিক ছবি বাজীগর দিয়ে তিনি বাজিমাত করেন। ছবিটি তুমুল জনপ্রিয়তা এবং ব্যবসায়িক সফলতা পায়। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে । একে একে উপহার দিয়েছেন বহু হিট সুপারহিট সিনেমা। কাজল রেকর্ডসংখ্যক ৬ বার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। যেসব সিনেমার জন্য তিনি এ সম্মাননায় ভূষিত হন সেগুলো হলো ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, ১৯৯৭ সালে গুপ্ত: দ্য হিডেন ট্রুথ, ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত কুছ কুছ হোতা হ্যায়, ২০০১ সালের ব্যবসাসফল ছবি, কাভি খুশি কাভি গাম,. ২০০৬ সালে ফনা, এবং ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি মাই নেম ইজ খান । কাজলের ক্যারিয়ারে সর্বাধিক অর্থ আয় করা সিনেমায় স্থান করে নিয়েছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক মুভি দিলওয়ালে ও ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক চলচ্চিত্র তানহাজী। ৩০ বছরের ক্যারিয়ারে তিনি ১২ বার ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন পান। এর মধ্যে ছয়বার তিনি এ পুরস্কারে ভূষিত হন। চলচ্চিত্রে অবদানের জন্য ভারত সরকার তাকে ২০১১ সালে দেশের চতুর্থ সর্বোচ্চ সম্মাননীয় পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত করে। ক্যারিয়ারের দীর্ঘ ৩০ বছর সম্পন্ন করায় সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত শ্রোতার শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন কাজল। বিশেষ শুভেচ্ছা পেয়েছেন স্বামী বলিউড তারকা অজয় দেবগনের কাছ থেকেও।
একটি প্লাটফরমে দীর্ঘ ৩০ বছর সুনামের সাথে কাটিয়ে দেয়াটা অবশ্যই প্রশংসনীয়। সেক্ষেত্রে একটি সমৃদ্ধ ক্যারিয়ার পার করে আসায় বলিউড অভিনেত্রী কাজলও বলিউড শ্রোতাদের হৃদয়ে শ্রদ্ধার আসনে থাকবেন যুগের পর যুগ।
Leave a Reply