অ্যারাবিয়ান ও ওয়েস্টার্ন মিউজিকের মিশেলে ইসলামী সঙ্গীতকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করে চলেছেন একজন কণ্ঠশিল্পী। সারাবিশ্বে তিনি মাহের জেইন নামে সুপরিচিত। ইসলামী সঙ্গীতের এই জীবন্ত কীংবদন্তীকে নিয়ে জানবো আজকের প্রতিবেদনে।
বিশ্ব ইসলামী সঙ্গীতের সাথে পরিচয় আছে অথচ মেহের জেইনকে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। সারাবিশ্বের কোটি কোটি মুসলিমের কাছে মেহের জেইন একটি সুপরিচিত নাম। জিন্স প্যান্ট, জ্যাকেট আর মাথায় ড্যাপার ক্যাপ পরা সাধারণ বেশভুষার এই ব্যক্তিটিই ইসলামী সঙ্গীতকে বিশ্বে অসাধারণ করে চলেছেন। মেহের জেইনের পুরো নাম মাহের মুস্তফা মাহের জেইন। ১৯৮১ সালে লেবাননের ত্রিপোলিতে জন্মগ্রহণ করেন তিনি। ছোটকাল থেকেই ছিল সঙ্গীতের প্রতি তার প্রচন্ড ঝোঁক। আট বছর বয়সে সুইডেনে পাড়ি জমিয়ে সেখানেই ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। পড়াশোনার বিষয় ইঞ্জিনিয়ারিং হলেও সঙ্গীতের নেশাটি তাকে কখনো ছেড়ে যায়নি। আর তাইতো ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার না গড়ে সুইডেনে একজন সঙ্গীত প্রযোজক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন। ২০০৬ সালে মরোক্কান বংশোদ্ভুত সঙ্গীত প্রযোজক নাদির খায়াতের সাথে তিনি নিউইয়র্ক চলে যান। সেখানে সঙ্গীতে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করতে থাকেন। বেশ কিছু কাজও শুরু করেন। কিন্তু হঠাৎ একদিন মাহের জেইন ভাবলেন সবাই কেবল প্রেম ভালোবাসা আর ব্যর্থতা নিয়ে গান করে যাচ্ছে। কিন্তু এর বাইরেওতো জীবনে অনেক কিছু রয়ে গেছে! তখন থেকেই তিনি নিজেকে পুরোপুরি মুসলিম অনুশাসনে আবদ্ধ করে ফেলেন তিনি। মসজিদে মসজিদে ঘুরে আর মুসলিম ভাইদের সাথে মিশে হৃদয়ে প্রশান্তি খুঁজে পেলেন। তখনই সিদ্ধান্ত নিলেন পাশ্চাত্যের বেপরোয়া সঙ্গীত নয় ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে সফট মিওজিক দিয়ে ইসলামী অনুশাসনকে তিনি প্রচার করবেন গানে গানে। মানুষকে শোনাবেন ইসলামের শান্তির বাণী। সেই চিন্তা থেকে ২০০৯ সালে মাহের জেইন প্রকাশ করেন তার প্রথম অ্যালবাম থ্যাঙ্ক ইউ আল্লাহ। প্রথম অ্যালবামেই বাজিমাত করেন তিনি। সারা দুনিয়ার মুসলিমদের কাছে ছড়িয়ে পড়ে তার নাম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে কনসার্টের ডাক। সেই থেকে আজও জনপ্রিয়তার শীর্ষে আছেন এই ইসলামী সঙ্গীত তারকা। তার গাওয়া ইয়া নাবি সালাম আলাইকা, আল্লাহি আল্লা কিয়া কারো, ইনশাল্লাহ, দা চৌজেন ওয়ান, ফর গিভ মি, রাদিতু বিল্লাহি রাব্বা, আসসুব হু বাদাসহ অসংখ্য গান মানুষের মুখে মুখে ফেরে। ইংরেজি, আরবি, ফরাসী, তুর্কিসহ বিভিন্ন ভাষায় রয়েছে তার অসংখ্য জনপ্রিয় গান। সঙ্গীত জীবনে শতভাগ সফল এ তারকা ব্যক্তিগত জীবনে রয়েছে স্ত্রী আইশা মেহের জেইন, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখের সংসার।
গানে মিউজিক ব্যবহার করা নিয়ে ধর্মীয় দৃষ্টিকোন থেকে কিছুটা বিতর্ক থাকলেও মাহের জেইনের অসাধারণ সুর ছন্দ আর গানে মুগ্ধ হন বিশ্বের কোটি কোটি মুসলিম শ্রোতা। তবে মাহের জেইনের এসব রচিশীল ধর্মীয় গান ইসলামী সংস্কৃতির প্রসারে অপরিসীম অবদান রাখছে বলে মনে করছেন বিশ্বের কোটি কোটি দর্শক শ্রোতা।
Leave a Reply