বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরকে সুবিধাবাদী বলে বেশ সমালোচনার মুখে পড়েছেন তরুণ প্রজন্মের নায়ক বাপ্পী চৌধুরী। তার এ মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠলেও খোদ মিশা সওদাগর প্রতিক্রিয়া জানিয়েছেন খুবই ইতিবাচকভাবে।
এ কথা বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী খল অভিনেতার নাম মিশা সওদাগর। তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে আছেন তিনি। বিশেষ করে গত দুই দশক তিনি একচেটিয়া রাজত্ব করছেন ভিলেন চরিত্রে। এই তিন দশকে প্রায় হাজার খানেক সিনেমায় অভিনয় করা হয়ে গেছে মিশা সওদাগরের যা কেবল বাংলাদেশি চলচ্চিত্রেই নয় পৃথিবীর যে কোনো দেশের চলচ্চিত্রের জন্য বিরল ঘটনা। অন্যদিকে তরুণ প্রজন্মের নায়ক বাপ্পী চৌধুরীর ক্যারিয়ার শুরু হয়েছে ২০১২ সালে ভালোবাসার রং সিনেমার মাধ্যমে। এখন পর্যন্ত কমবেশি ৪০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়ক হিসেবে মোটোমুটি মানের একটি অবস্থান তিনি তৈরি করতে পেরেছেন এরই মধ্যে। কিন্তু যেখানে প্রতিপক্ষ মিশা সওদাগর সেখানে বাপ্পী চৌধুরী নামটি অনেকটাই অনুজ্জ্বল সেকথা মিশার নিন্দুকেরাও শিকার করবেন। সেই বাপ্পী চৌধুরী একটি এফএম রেডিওর লাইভ আড্ডায় যুক্ত হয়ে মিশা সওদাগরকে সুবিধাবাদী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন ‘যেখানে ট্রেন্ড হয় সবাই ওখানে লাফায়। লাইক আমাদের মিশা ভাই। ‘পরাণ’ ট্রেন্ডে যাচ্ছে মিশা ভাই ‘পরাণ’র ট্রেন্ডে দৌড়াচ্ছে। ‘হাওয়া’ ট্রেন্ডে ‘হাওয়া’ তে দৌড়াচ্ছে। সুবিধাবাদী ট্রেন্ড আর কি।’ তার এ মন্তব্যে ভীষণ চটেছেন মিশা ভক্তরা। সমালোচনায় বিদ্ধ করছেন বাপ্পীকে। কিন্তু যাকে সুবিধাবাদী বলে অপমাণ করা হলো সেই মিশা সওদাগর বিষয়টিকে এতটা গুরুত্বের সাথে নেননি বলেই মনে হলো। তিনি এক প্রতিক্রিয়ায় বললেন ‘এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আমাকে মিশা সওদাগর বানিয়েছে। তাই চলচ্চিত্রের স্বার্থে যেখানে আমাকে ডাকবেন, সেখানেই পাবেন। কে কি বললেন এইসব ভাবার সময় এখন না। মিশা বলেন বাপ্পী আমার ছেলের মতো। ছেলে বাবার সঙ্গে বেয়াদবি করতে পারে মজার ছলে। তাই বলে বাবা কখনো ছেলের সঙ্গে বেয়াদবি করতে পারে না। বাপ্পির অল্প বয়স, হয়তো না বুঝেই কথাগুলো বলেছে সে। এক পর্যায়ে বাপ্পীও যেন ট্রেন্ড হতে পারেন সেজন্য শুভ কামনা জানান জাদরেল এ অভিনেতা।
শুধু চলচ্চিত্রে নয় সমাজের প্রতিটি স্তরে সিনিয়রদের প্রতি সম্মান আর জুনিয়রদের প্রতি স্নেহের একটা ট্রেডিশন থাকা উচিত। এদেশের চলচ্চিত্রাঙ্গনেও সে চর্চা বজায় থাকবে সেটিই প্রত্যাশা করে সবাই।
Leave a Reply