বলিউডের জনপ্রিয় ও আলোচিত নায়িকা সানা খান। যিনি ১৫ বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল মুভি। অল্পদিনেই হয়ে উঠেছিলেন জনপ্রিয় আর অর্থবিত্ত্বের অধিকারী। কিন্তু হঠাৎ করেই বলিউড ছাড়ার ঘোষণা দিয়ে আত্মনিয়োগ করেন ধর্মকর্মে। কি কারণ ছিলো সানা খানের এ মিডিয়া ছাড়ার পেছনে? সে কথাই জানবো আজকের এ প্রতিবেদনে।
বলিউডের সাবেক জনপ্রিয় নায়িকা, মডেল ও নৃত্যশিল্পী সানা খানের জন্ম ভারতের মুম্বাইয়ে। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম হলেও সংস্কৃতির প্রতি সানা খানের টান দেখে এসবে তেমন বাধা প্রদান করেননি তার বাবা মা। মডেলিং আর বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করা সানা পরবর্তীতে যুক্ত হন বিভিন্ন রিয়েলিটি শোতে। বিশেষ করে ভারতের জনপ্রিয় শো বিগবসের চূড়ান্ত পর্বে ওঠার পর ভারতজুড়ে পরিচিতি ছড়িয়ে পড়ে তার। ২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সানা। তারপর একে একে অভিনয় করেন ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’র মতো বেশ কিছু ব্যবসাসফল ছবিতে। হিন্দি ছাড়াও তামিল মালয়ালাম, তেলেগু, , ও কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেছেন । ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষ সারিতে জায়গা হয়ে যায় সানার। ভারতসহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তার জনপ্রিয়তা। কিন্তু হঠাৎ ২০২০ সালের অক্টোবরে ১৫ বছরের সফল ক্যারিয়ার থেকে চিরতরে বিদায় নেয়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। তার পরের মাসেই বিয়ের পিঁড়িতে বসেন গুজরাটের মুফতি আনাস সায়েদের সঙ্গে। তারপর শুধুই পরিবর্তন আর তার ভাষায় শান্তির পথে পথচলা। ঝলমলে রঙ্গিন দুনিয়ার মোহকে পাশ কাটিয়ে জড়িয়ে যান মহান আল্লাহর সান্নিধ্য পাওয়ার মোহে। পশ্চিমা পোশাক ছেড়ে গায়ে জড়িয়ে নেন ধর্মীয় পোশাক। সবসময়ের জন্য মাথায় পরিধান করেন মুসলিম নারীর ঐতিহব্যাহী পোশাক হিজাব। এতে তার অসংখ্য ভক্ত অনুরাগীর মধ্যেই তৈরি হয় ক্রিয়া প্রতিক্রিয়া। সবার প্রশ্ন ছিলো একটাই কেন হঠাৎ সানার এ পরিবর্তন? সম্প্রতি এ প্রশ্নের উত্তর দিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন সানা। সেখানে তিনি ২০১৯ সালের একটি ঘটনার কথা উল্লেখ করেন। তিনি জানান ২০১৯ সালের রমজান মাসে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রচন্ড মানসিক অবসাদ তাকে তখন ঘিরে থাকতো। আর প্রায় রাতেই স্বপ্নে তিনি নিজেকে জ্বলন্ত কবরে জ্বলতে দেখতেন। তার কাছে তখন মনে হলো এটি নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বার্তা। তিনি ভাবলেন নিজেকে পরিবর্তন না করলে হয়তো তার পরিণতি এমনটিই হবে। আর এ বিষয়টিই তাকে বলিউড ছাড়তে আর ধর্মের পথে ফিরে আসতে অনুপ্রাণিত করেছে। শোবিজ ছাড়ার পর একদিন সানা সপ্নে দেখেন তিনি সুন্দর একটা কিছু পরিধান করছেন। তারপর দিনই তিনি তার মাথায় স্কার্ফ জড়িয়ে নেন এবং জীবনের বাকিটা সময় হিজাব না ছাড়ার ঘোষণা দেন। বর্তমানে স্বামীকে নিয়ে ইসলামের পথে জীবনের শ্রেষ্ঠ সময়গুলো পার করছেন একসময়ের জনপ্রিয় বলিউড তারকা সানা খান।
Leave a Reply