বিশ্বখ্যাত ফুটবল তারকা লিউনেল মেসি তার ক্যারিয়ারের সবচেয়ে দর্শনীয় গোলটি করেছেন শনিবার। যা শুধু মেসির ক্যারিয়ারেই নয় ফুটবল ইতিহাসে কয়েকটি স্মরণীয় গোলের মধ্যেই জায়গা পেতে চলেছে মেসির এ বাইসাইকেল গোল। মেসির এ চোখ ধাঁধানো গোলটি নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন।
ফরাসী লীগের প্রথম ম্যাচে ক্লেহমোর বিপক্ষে শনিবার মাঠে নেমেছিলো মেসি নেইমারের দল পিএসজি। ক্লেহমোর বিপক্ষে পিএসজির জয়টি প্রত্যাশিতই ছিলো। এবং হয়েছেও তাই। ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি। কিন্তু পিএসজির জয় নয় ফুটবল বিশ্ব এখন মাতোয়ারা হয়ে আছে মেসির করা দ্বিতীয় গোলটি নিয়ে। কারণ মেসি তার ক্যারিয়ারের প্রথম বাইসাইকেল গোলটি করেছেন সেই ম্যাচে। বিশ্বের অনেক নামী দামী তারকারাই বাইসাইকেল গোলের অভিজ্ঞতা আছে। কিন্তু মেসির কাছে এটি অধরাই ছিলো। আর সেই অধরা বাইসাইকেল গোলটিই শনিবার ধরা দিলো মেসির কাছে। জীবনে অনেক গোল করেছেন মেসি কিন্তু এই বাইসাইকেল গোলটি তার জীবনের অন্যতম সেরা গোল হয়ে থাকবে। শুধু তাই নয় এ গোলের মাধ্যমে ইতিহাসেও জায়গা করে নিলেন মেসি। তার এ গোলটিকে তুলনা করা হচ্ছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদোর একটি গোলের সঙ্গে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)-এর তালিকা বলছে ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোলের মালিক এখন ক্রিস্টিয়ানো রোনালদো। এ তারকার গোলসংখ্যা ৮১৫টি। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রীয় কিংবদন্তি ইউসেফ বিকান তার মোট গোলসংখ্যা ৮০৫। এদিকে শনিবার আর্জেন্টাইন ফুটবল বিস্ময় মেসির দুই গোলের পর তার গোল সংখ্যা দাঁড়িয়েয়ে ৭৭২-এ। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সাথে মেসির অবস্থান এখন তৃতীয় । শনিবার রাতে ফরাসী লীগের প্রথম ম্যাচে ক্লেহমের বিপক্ষে দাপটের সাথেই খেলতে থাকে মেসি নেইমাররা। ৩-০ গোলে যখন পিএসজি এগিয়ে তখনও গোলের দেখা পাননি মেসি। তিনটি গোলের মালিক তখন যথাক্রমে নেইমার, হাকিমি ও মারকেনহাস। কিন্তু কে জানতো এই ম্যাচেই মেসি পূরণ করবেন তার বাইসাইকেল কিক বা ওভারহেড গোলের আক্ষেপ। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণটি চলে আসে মেসির কাছে। খেলার ৮০ মিনিট এবং ৮৬ মিনিটে পর পর দুটি গোল করেন মেসি। এর মধ্যে শেষের গোলটিই হলো বাইসাইকেল কিকের গোল। পিএসজির সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসের উঠিয়ে দেওয়া পাসে বলটি আলতো করে বুক দিয়ে ঠেকিয়ে, গোলকিপারের মাথার ওপর দিয়ে বাইসাইকেল কিকে বল জালে জড়ান ফুটবল জাদুকর মেসি। মুহূর্তেই গ্যালারিতে মেসি মেসি রব উঠে যায়। সেইসাথে ভাইরাল হয়ে যায় মেসির এ বাইসাইকেল কিকে করা গোলের ভিডিও।
এই মূহূর্তে সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় মেসি নাকি নেইমার তা নিয়ে বিতর্ক হতে পারে। তবে মেসির এ বাইসাইকেল কিকের গোলটি স্মৃতির পাতায় বহুদিন সাজিয়ে রাখবেন নেইমার ভক্তরাও। মেসি ভক্তদের প্রত্যাশা আসছে কাতার বিশ্বকাপেও এমনি করে জ্বলে উঠুক তাদের প্রিয় তারকা।
Leave a Reply