জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের চরম ব্যর্থতার পর তটস্থ হয়ে পড়েছে বিসিবির কর্মকর্তারা। এশিয়া কাপের আগ পর্যন্ত কোচিং স্টাফদের ছুটি থাকলেও সেটি বাতিল করে তাদের সরাসরি দেশে আসতে বলেছে বিসিবি। তাদের সাথে বসে জিম্বাবুয়েতে ব্যর্থতার কারণ বিশ্লেষণ এবং আসন্ন এশিয়া কাপে করণীয় নিয়ে আলোচনায় বসবেন ক্রিকেট ম্যানেজম্যান্ট। ১৯ আগস্ট তাদের সবার দেশে আসার কথা রয়েছে। তারা এলে ২০ আগস্টই বৈঠকে বসতে চায় বিসিবি। ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিসিবির পরিচালক জালাল ইউনুস জানালেন কোচিং স্টাফরা ফিরে এলে তাদের থেকে সামনের মহাদেশীয়, ত্রিদেশীয় এবং বিশ্বকাপের পরিকল্পনা জানবে বিসিবি। তিনি আরো বলেন শুধু এশিয়া কাপ নয়, আমাদের ব্যাক টু ব্যাক খেলা আছে। আমাদের খেলতে হবে, খেলোয়াড়দের উপস্থিতিও গুরুত্বপূর্ণ। আমরা তাদের থেকে পরিকল্পনা জানতে চাইব।’উল্লেখ্য আগামী ২৭ অগাস্ট শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। এতে প্রাথমিক পর্বে বাংলাদেশ খেলবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে।
Leave a Reply