ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ২ জনকে বঙ্গমাতা মেমোরিয়াল স্বর্ণপদক এবং ১০ শিক্ষার্থীকে বঙ্গমাতা মেমোরিয়াল মেধাবৃত্তি দেওয়া হয়েছে। সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক কর্মকাণ্ডসহ সহশিক্ষা কার্যক্রমে সফলতা অর্জনের জন্য দুজনকে এবং বাকি ১০জনকে স্নাতক (সম্মান) শ্রেণির ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনের জন্য এসম্মাননা প্রদান করা হয়। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মির্ণী বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে হলের উদ্যোগে ৮ আগস্ট সোমবার রাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তির চেক ও সনদ তুলে দেন। স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- দর্শন বিভাগের শিক্ষার্থী তাহিয়া তাহরীম এবং চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তন্বী রহমান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আয়েশা মাহামুদ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের আফ্রিন রহমান মিলি, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের জান্নাতুল ফেরদৌস মৌ ও তানিয়া আক্তার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রিমা ইসলাম, ফিন্যান্স বিভাগের জান্নাতুল নাসরিন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের রোশনী খাতুন, লেদার প্রডাক্টস্ ইঞ্জিনিয়ারিংয়ের নাজিয়া আফরিন জেসি, সাজনীন আক্তার মুনমুন ও ফারহানা শারমিন। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীন। এসময় বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সূত্র : ঢাকা পোস্ট
Leave a Reply