আর মাস তিনেক পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিড়া উৎসব ফুটবল বিশ্বকাপ। কিন্তু আপনি জানেন কী কাতারে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে মেসি রোনালদোরা যে বলগুলো দিয়ে মাঠ কাঁপাবেন সে বলগুলো কোন দেশের তৈরি? কী নাম সেই বলগুলোর উৎপাদনকারী প্রতিষ্ঠানের? এ বিষয়গুলো নিয়েই আমাদের আজকের প্রতিবেদন।
নভেম্বরের ২১তারিখ থেকেই মাঠে গড়াবে ফুটবলের সর্ববৃহৎ আয়োজন ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যেই কাতারের যেসব মাঠে খেলা হওয়ার কথা রয়েছে সেসব মাঠগুলোকে প্রস্তুত করা হয়েছে। ৩২টি দেশের খেলোয়াড় ও কলাকুশলীদের থাকা ও অভ্যর্থনার জন্য প্রস্তুত করা হচ্ছে নির্ধারিত হোটেলগুলোকে। এরইমধ্যে সম্পন্ন হয়েছে এবারের বিশ্বকাপের মাসকট উন্মোচনসহ অন্যান্য প্রায় সব আয়োজন। মধ্যপ্রাচ্যের দেশ কাতার এখন ব্যস্ত ফুটবলের এ মহারণ আয়োজনে। এমনকি যাকে ঘিরে পুরো আয়োজন সেই ফুটবলও সংগ্রহ করে ফেলেছে আয়োজক দেশটি। এবারের বিশ্বকাপে মোট তিন হাজার ফুটবল ব্যবহার করা হবে। আর এ বলগুলো আনা হচ্ছে পাকিস্তান থেকে । এ বলের নাম দেয়া হয়েছে ‘আল রিহলা’। অর্থাৎ পাকিস্তানের তৈরি আল রিহলা নামের ফুটবল নিয়েই মাঠে লড়াই করবেন মেসি, নেইমার, রোনালদোরা। আসুন জেনে নিই এই ফুটবলটি সম্পর্কে কিছু তথ্য। কাতার বিশ্বকাপের জন্য ফুটবলগুলো তৈরি হয়েছে পাকিস্তানের শিয়ালকোটের একটি কারখানায়। এটি তৈরি করেছে ফরোয়ার্ড স্পোর্টস নামের একটি প্রতিষ্ঠান যারা প্রতি মাসে ৭ লাখেরও বেশি ফুটবল তৈরি করে থাকে। বলটি বানাতে ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব জৈব ও পুনর্ব্যবহৃত উপাদান। এই বলে কোনো দ্রাবক রাসায়নিক ব্যবহার করা হয়নি ফলে বলটি পুরোপুরিই পরিবেশবান্ধব। তাছাড়া এবারের বিশ্বকাপের ফুটবল তৈরিতে ঐতিহ্যগতভাবে হাতে সেলাই নয় বরং করা হয়েছে থার্মোস বাইন্ডিং যা ব্যবহার করা হয়েছিলো গত রাশিয়া বিশ্বকাপেও। ফুটবল উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরোয়ার্ড স্পোর্টসের ক্রীড়া ব্যবস্থাপনা পরিচালক হাসান মাসুদ জানালেন কাতারে বিশ্বকাপে যে ৩০০০ ফুটবল ব্যবহার করা হবে, সেগুলোর মূল্য ৮ মিলিয়ন ডলার। বলটির ওজন ৪২৫-৪৪৫ গ্রাম। আর এটি আকারে ৬৮.৮ সেমি থেকে ৬৯.৩ সেমি পর্যন্ত।
ক্রিকেটে পাকিস্তানকে শক্তিশালী দল হিসেবেই সমীহ করে ক্রিকেটবিশ্ব। কিন্তু ফুটবলে পাকিস্তানের জনপ্রিয়তা একেবারেই তলানিতে। ফিফা র্যাংকিংয়ে এই মুহূর্তে তাদের অবস্থান ২০১। তবে ফুটবল খেলে নেতৃত্বে আসতে না পারলেও ফুটবল তৈরীকারক দেশ হিসেবে নিজেদেরকে প্রথমস্থানেই রাখতে সক্ষম হয়েছে পাকিস্তান।
Leave a Reply