বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘৮ ঘণ্টা অফিস করার বাধ্যবাধকতা’ তাদের নীতিমালায় উল্লেখ নেই। তাই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৮ ঘণ্টা অফিস করতে হবে না। বিশ্ববিদ্যালয়ের টিচিং লোড নীতিমালার ব্যাখ্যা দিয়ে এ কথা জানায় সংস্থাটি।
৭ আগস্ট রোববার এক বিবৃতির মাধ্যমে ইউজিসি জানিয়েছে, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর টিচিং লোড ক্যালকুলেশন নীতিমালা-২০২২’ নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যমে ভুল তথ্য প্রচারিত হয়েছে। গণমাধ্যমে প্রকাশ হওয়া কিছু প্রতিবেদনে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় প্রতিদিন ৮ ঘণ্টা অফিস করতে হবে’ সেইসাথে ‘শিক্ষা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার আগে অব্যাহতিপত্র জমা দিতে হবে’ শীর্ষক তথ্যগুলো খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত নেই বলে জানানো হয় বিবৃতিতে। এ বিষয়ে খসড়া নীতিমালা চূড়ান্ত হলে তা বিশ্ববিদ্যালয়গুলোতে বাস্তবায়নের জন্য পাঠানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাপ্তাহিক কর্মঘণ্টা নির্ধারণ সংক্রান্ত নীতিমালার খসড়া তৈরি করেছে ইউজিসি। এ নীতিমালার নাম দেওয়া হয়েছে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের টিচিং লোড ক্যালকুলেশন নীতিমালা, ২০২২’। সব কিছু চূড়ান্ত করে শিগগিরই এটি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হতে পারে। সূত্র: ঢাকা পোস্ট
Leave a Reply