দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শণাক্তের পরিমাণ দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সারাদেশে মৃত্যু হয়েছে একজনের। বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় গেলো ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৯৮ জনের দেহে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০৯ জনে। আর শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৮ হাজার ৬৮ জনে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮৬ জন। সে হিসেবে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ৫৪০ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ৩ হাজার ৮৮৮টি নমুনা। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৫ দশমিক ০৯ শতাংশ। উল্লেখ্য ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
Leave a Reply