অন্যান্য দেশের তুলনায় বৈশ্বিক এই মন্দার মধ্যেও দেশের মানুষ ভালো আছে এমনকি বেহেশতে আছে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
১২ আগস্ট শুক্রবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ একটি মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে তিনি এমন মন্তব্য করেন।
বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে একটি পক্ষের এমন গুজবেরও কোনো ভিত্তি নেই বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় মন্ত্রী বলেন, কোভিড এবং পরবর্তীতে ইউক যুদ্ধের কারণে দেশে মন্দা এসেছে। কিন্তু তারপরও গত বছর দেশে ৬.৯৪ জিডিপি অর্জন হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, বিমান মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানসহ আরো অনেকে।
Leave a Reply