আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংকটের সময় নেতাকর্মী ও দায়িত্বশীলদের কথাবার্তায় সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। ১৩ আগস্ট শনিবার রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন এই সময়ে দায়ীত্বজ্ঞানহীন কোনো কথা বলা সমীচীন নয়, ক্ষমতার দাপট দেখানো সমীচীন নয়। তিনি এসময় ঠান্ডা মাথায় মানুষের পাশে দাঁড়াতে এবং মানুষের জন্য কাজ করতে নেতাকর্মী ও দায়িত্বশীলদের প্রতি আহবান জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন সারা বিশ্বের সংকটের কারণে আজ বাংলাদেশ একটি কঠিন সময় মোকাবিলা করছে। অনেক মানুষের কষ্ট হচ্ছে।
সরকারে চেষ্টার কোনো ত্রুটি নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার ঘুম নেই, আন্তরিকভাবে তিনি এই সংকট উত্তোরণের জন্য চেষ্টা করে যাচ্ছেন। মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী, কার্যকরী সভাপতি সামসুন্নাহারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
Leave a Reply