শিক্ষকের বোতল থেকে পানি পান করায় প্রাণ দিতে হলো ছাত্রকে
একই বোতল থেকে পানি করায় শিক্ষকের পিটুনিতে প্রাণ গেলো ৯ বছরের এক স্কুল শিক্ষার্থীর। শিক্ষকের পিটুনিতে টানা ২২দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার শিশুটির মৃত্যু হয়। শিশুটি দলিত সম্প্রদায়ের হওয়ায় এমন সামান্য অপরাধে তাকে প্রাণ দিতে হলো বলে অভিযোগ করেছে সচেতন মহল। অমানবিক এ ঘটনাটি ঘটেছে ভারতের রাজ্যস্থানে। সেখানকার পুলিশ জানিয়েছে এ ঘটনায় ঐ ছাত্রের বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এফ আই আর করেছেন। জানা গেছে গেলো ২০ জুলাই রাজস্থানের জালোর জেলার সায়লা গ্রামের একটি বেসরকারি স্কুলের শিক্ষক তার বোতল থেকে পানি খাওয়ার অপরাধে ওই ছাত্রকে বেধড়ক মারধর করেন। এতে শিশুটির চোখ ও কান মারাত্মক জখম হয়। বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা জানায় পানির তৃষ্ণা পাওয়ায় অন্য কোথাও পানি না পেয়ে শিশুটি শিক্ষকের বোতল থেকে পানি খেয়েছিল। আর এ কারণেই তাকে বেধড়ক পেটাতে থাকেন অভিযুক্ত শিক্ষক। পরে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য আহমেদাবাদ পাঠানো হয়। এ ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দুঃখ প্রকাশ করেছেন । তিনি এ ঘটনার দ্রুত বিচারের আশ্বাস দেন এবং ওই শিশুর পরিবারকে ৫ লাখ রুপি আর্থিক সাহায্য করার ঘোষণা দেন।
সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে
Leave a Reply