নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৫ আগস্ট সোমবার বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ভয়াবহ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬), জাকারিয়া (২)। এ ঘটনায় হৃদয় ও রিয়া মনি নামে দুজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে বলে ধারণা করছে পুলিশ। দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলতে থাকায় উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঐ এলাকায় দেখা দেয় তীব্র যানজট। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি সরাতে চেষ্টা করছে পুলিশ ও সংশ্লিষ্টরা। এ ঘটনার পর প্রকল্প এলাকার নিরাপত্তা নিয়ে আবারো শুরু হলো আলোচনা সমালোচনা। কারণ আগে থেকেই নির্মাণ এলাকার নিরাপত্তা জোরদারের জন্য বিভিন্ন মহল থেকে দাবি জানানো হচ্ছিলো। কিন্তু তারপরও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে এ ধরনের দূর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সচেতন মহল। উল্ল্যেখ্য গেলো গেল ১৫ জুলাই গাজীপুরেও একই প্রকল্পের ‘লঞ্চিং গার্ডার’ চাপায় এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন এক শ্রমিক ও একজন পথচারী ।
Leave a Reply