প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে চকবাজারে লাগা আগুণ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে জানানো হয় দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরআগে দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারের দেবীদাসঘাট কামালবাগ এলাকার একটি খেলনা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে একটি হোটেলের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে প্রথমে আগুণ পাশে থাকা একটি ট্রান্সমিটারে ছড়িয়ে পড়ে। তারপর সেখান থেকে আগুন লেগে যায় খেলনা তৈরির প্লাস্টিক কারখানায়। তারপর পাশের একটি ভবনেও আগুণ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভি
স। এরা সবাই হোটেলের কর্মী বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply