দেশবাসীর জন্য আপাতত খুশির সংবাদই জানালেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আগামী সেপ্টেম্বর মাস থেকে দেশবাসীকে আর লোডশেডিং সইতে হবে না এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। তিনি বলেছেন, সেপ্টেম্বর মাস থেকে দেশে আর কোনো লোডশেডিং থাকবে না। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সম্ভাবনার কথা বলেন। তিনি বলেন, অনেকে বলেছিলেন দেশ শ্রীলঙ্কা হয়ে গেলো। ইনশা আল্লাহ শ্রীলঙ্কা হয়নি, দুই মাস হয়ে গেলো। রিজার্ভ নামতে থাকলেও , এখন সেটি টেকসই অবস্থায় আছে বলেও জানান তিনি। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন ঈদের পর বেশি রেমিট্যান্স পেয়েছি , ৩০ শতাংশ বেড়েছে। এক্সপোর্ট হাওয়া ভালো, এছাড়া রাজস্ব আদায়ও ভালো বলে আশ্বস্ত করেন পরিকল্পনামন্ত্রী। সূত্র : বাংলাদেশ প্রতিদিন।
Leave a Reply