স্টাফ রিপোর্টোরঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা, ফেনসিডিলসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। সোমবার দিবাগত রাত পোনে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে এস আই আফসার মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। এসময় উপজেলার নদোনা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের নতুন পোদ্দার বাড়ির আবদুল আজিজের বসত ঘর থেকে গাজা ফেনসিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন ১) আসামী সাজ্জাদ হোসেন (২৫) পিতা- আব্দুল আজিজ ২) রিয়াজুল করিম রায়হান (২৫), পিতা- আব্দুল জলিল। তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামীদেরকে হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় ০২জন আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলেও জানান তিনি।
Leave a Reply