রাশিয়া গোটা ইউরোপকেই হুমকির মুখে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের সবচেয়ে বড় পারমানবিক প্রকল্প জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে চরম উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত থাকার প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন। সোমবার এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন রাশিয়ার হঠকারিতায় গোটা ইউরোপ আজ হুমকির মুখে।
জেলেনস্কি অভিযোগ করেন ইউরোপের সবচেয়ে বৃহৎ এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিকে রুশ বাহিনী সেনাঘাঁটি বানিয়েছে। তিনি আশংকা করে বলেন যদি এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে আর এ থেকে বিকিরণ ঘটে তবে গোটা ইউরোপের মানুষ দুর্ভোগে পড়বে। এদিকে বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলার জন্য রাশিয়া ইউক্রেন দুপক্ষই পরস্পরকে দায়ী করছে।
খবর সূত্র : ইয়েনি সাফাক
Leave a Reply