নিউইয়র্কে এক তরুণের অতর্কিত ছুরিকাঘাতে আহত হওয়া ঔপন্যাসিক সালমান রুশদি মুমূর্ষু অবস্থা থেকে জেগে ওঠেছেন। এমনকি তিনি তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথাও বলছেন বলে জানিয়েছে তার নিরাপত্তা কর্মকর্তারা। তারা জানান সোমবার জ্ঞান ফিরে আসে সালমান রুশদির। ওই দিন কর্মকর্তাদের সঙ্গে ঘটনা নিয়ে কথা বলতেও সমর্থ হন তিনি।সালমান রুশদির এজেন্ট জানিয়েছেন, হামলার কারণে এক চোখ নষ্ট হয় গেছে সালমান রুশদির। ক্ষতিগ্রস্ত হয়েছে তার লিভারও । এদিকে সিএনএন জানায় সালমান রুশদির চোখ হারানো ঘটনায় উল্লাস করেছে ইরানের একটি গণমাধ্যম।উল্লেখ্য গেলো শুক্রবার একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানরত অবস্থায় সালমান রুশদির ওপর ছুরি দিয়ে হামলা করেন ২৪ বছর বয়সী লেবাননি বংশোদ্ভুত যুবক হাদি মাতার। সে আমেরিকান নাগরিক। ওই সময় লেখকের গলা ও তলপেটে ছুরিকাঘাত করা হয়। ৭৫ বছর বয়সী রুশদিকে সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।এদিকে তার ওপর হামলা হওয়ার পর পুরো বিশ্বে নিন্দার ঝড় ওঠলেও এ কারণে অনুতপ্ত নন বলে জানায় হামলাকারী। । পাশাপাশি ইরানসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ তার ওপর হামলার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে।
খবর সূত্র : সিএনএন
Leave a Reply