ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তার মতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তাই তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। শুধু সতর্কই নয় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহবানও জানান প্রতিমন্ত্রী। জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বিসিএস প্রশাসন একোডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন যারা স্বাধীনতা চায়নি তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি থামিয়ে দিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছে। এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। ‘অনুভবে ও অনুপ্রেরণায় বঙ্গবন্ধু: জনসেবায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোমিনুর রশিদ আমিনসহ আরো অনেকে।
Leave a Reply