বাম গণতান্ত্রিক জোট ঘোষিত আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবারের হরতালে সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি। বুধবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের এ সমর্থনের কথা গণমাধ্যমকে জানান। তিনি বলেন, ‘আমরা তো আগেই বলেছি যে কোনো দলের ন্যায় সঙ্গত দাবির আন্দোলন আমরা সবসময় সমর্থন করি।’এসময় বিএনপি মহাসচিব বলেন লুটপাট, দুর্নীতি, অর্থপাচার আর অপশাসন দেশটাকে সত্যিকার অর্থেই অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যত অন্যায় অপকর্ম করেছে তার প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে বলেও জানান তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।
Leave a Reply