আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন শেখ হাসিনাকে টিকিয়ে ভারতকে বলার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত। এটি দলীয় কোনো মন্তব্য নয় এবং ভারতকে আওয়ামী লীগ কোনো অনুরোধ করেনি বলেও দাবি করেন তিনি। ওবায়দুল কাদের শুক্রবার রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন
ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে ভারতকে অনুরোধ করেনি আওয়ামী লীগ। তিনি আরো বলেন বাইরের দেশ নয় জনগণই আমাদের ক্ষমতার উৎস। বাইরের কেউ আমাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে না। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে সড়ক ও সেতুমন্ত্রী বলেন সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক বিএনপি। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাদের মুখে মায়াকান্না মানায় না। এসময় সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের মাইনরিটি না ভাবার আহবান জানান তিনি। সনাতন ধর্মাবলম্বীদেরও সমান অধিকার আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব।
উল্লেখ্য গেলো ১৮ আগস্ট বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন , ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। এ মন্তব্যের পর আওয়ামীলীগ ও বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনার ঝড় উঠে। সংবাদ সূত্র : ঢাকা পোস্ট
Leave a Reply