নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে শাকিল হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পৌর সদরের তালুকদার পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শাকিল চাঁচকৈড় মধ্যমপাড়ার শবিদুল ইসলামে ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, শাকিল পৌর সদরের তালুকদার পাড়ায় একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিল। একপর্যায়ে নির্মাণাধীন তিনতলায় বাঁশের সাথে ভেঁজা দড়ি ও বাঁশের স্পর্শে ছাঁদের উপরেই পড়ে যায়। এসময় তাঁর সহকর্মিরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। গুরুদাসপুর- প্রতিনিধি
Leave a Reply