চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ রোডে ভূঁইয়া হোয়াইট হাউজ এর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের অলিউল্ল্যাহ ব্যাপারীর ছেলে মো. লিটন ব্যাপারী (৩৬) ও একই ইউনিয়নের গোয়ালগাভা গ্রামের আলী আরশাদের ছেলে মো. রাসেল (২৮)।
মতলব দক্ষিণ থানার ওসি মো. মহিউদ্দিন মিয়া বলেন, সেপটিক ট্যাংকের সাটারিং খোলার সময় বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা জানান, সকালে নতুন একটি নির্মাণাধীন ট্যাংকের সাটারিং খোলার জন্য ওই দুই শ্রমিক ভিতরে নামলে বিষাক্ত গ্যাসে তারা মারা যান। দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা ট্যাংকের ভেতর থেকে মৃত অবস্থায় দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। রিপোর্ট: নিজস্ব প্রতিবেদক
Leave a Reply