গেলো দুইদিন ধরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত (উন্নয়ন ও পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। গেলো মাসে অসুস্থ হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল হক।
তিনি জানান গত দুইদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে তার এমআরসিপি করা হয়েছিল। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেয়া হয়। দুইদিন আগে শারীরিক অবস্থার আরো অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে । এদিকে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনা করে রোববার বাদ জোহর স্বাস্থ্য অধিদফতরে মিলাদ মাহফিল সম্পন্ন হয়। উল্লেখ্য দেশে করোনার সংক্রমণ শুরু হলে তিনি নিয়মিত স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনার সবশেষ পরিস্থিতি গণমাধ্যমকে ব্রিফিং করতেন। ডা. সেব্রিনা ফ্লোরা একজন রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সেইসাথে তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র : ডেইলি বাংলাদেশ।
Leave a Reply