একজন অভিনেতা কিংবা অভিনেত্রীর কাছে সবচেয়ে আকাঙ্খিত বিষয় হলো তার কাজের প্রচার এবং স্বীকৃতি। সেটি হোক গান, নাটক কিংবা সিনেমা। কিন্তু চিত্রনায়িকা মাহিয়া মাহি চাচ্ছেন তার অভিনিত সরকারী অনুদানের ছবি আশির্বাদ মুক্তি না পাক। কেন তিনি এমনটি চাচ্ছেন জানবো এই প্রতিবেদনে।
সরকার থেকে ৬০ লাখ টাকা আর্থিক অনুদান নিয়ে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের গল্পভিত্তিক সিনেমা আশির্বাদ। যেটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক। ১৯ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তার আগেই নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে ছবির কলাকুশলী ও প্রযোজক। ফলে যথাসময়ে মুক্তি পায়নি আশির্বাদ সিনেমা। মূলত ছবি মুক্তির কাছাকাছি সময়ে এসে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে ছবির প্রযোজক ও কলাকুশলীরা। সম্প্রতি ছবির মুক্তির তারিখ ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডাকেন ছবির সহ প্রযোজক জেনিফার ফেরদৌস ও পরিচালক মানিক। কিন্তু চিরাচরিত প্রথা ভেঙ্গে এ সংবাদ সম্মেলনে উপস্থিত হননি এ ছবির নায়িকা মাহিয়া মাহি ও নায়ক রোশান। মূলত এ সিনেমায় বিভেদ স্পষ্ট হয়ে উঠে তখন থেকেই। সিনেমার প্রচারে নায়ক নায়িকা কেন নেই এ প্রশ্নের উত্তরে প্রযোজক জেনিফার ফেরদৌস জানালেন ছবির পোস্টার নায়ক নায়িকা তাদের ফেসবুকে শেয়ার না করায় তাদেরকে সংবাদ সম্মেলনের কথা জানানো হয়নি। তিনি আরো বলেন তারা যেহেতু নিজেদের সিনেমার প্রচার নিজেরাই করছেন না তাতে মনে হয়েছে আমাদের ছবির পার্ট হিসেবে তাঁরা খুশি নন। সেজন্য ব্যতিক্রম প্রচারণার মাধ্যমে ছবির এ সংবাদ সম্মেলন করলাম নায়ক-নায়িকা ছাড়া।অন্যদিকে প্রযোজকের সংবাদ সম্মেলনের কদিন পর ছবিটির নায়ক নায়িকা ও কলা কুশলীরা পাল্টা এক সংবাদ সম্মেলন ডাকেন। সম্মেলনে উল্টো প্রযোজকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেন আশির্বাদের নায়িকা মাহিসহ নায়ক রোশান ও অন্যান্যারা। এসময় প্রযোজক জেনিফারকে ‘আশীর্বাদে’র প্রযোজক হিসেবে অস্বীকার করেন মাহি। এমনকি সরকারি অনুদানের ৬০ লাখ টাকা থেকে শুধুমাত্র ২৫ লাখের মতো খরচ করে বাকিটা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী। সিনেমা মুক্তির বিষয়ে তিনি বলেন তিনি আসলে চান না ছবিটি মুক্তি পাক। কারণ সিনেমাটি গোজামিল দিয়ে তৈরি করা হয়েছে। মাহির ভাষায় এ ছবি হলে গিয়ে দেখে দর্শক আমাদের গালি দিবে।
১৯ আগস্ট মুক্তি না পেলেও আগামী ২৬ আগস্ট মুক্তির কথা শোনা গেছে আশির্বাদ সিনেমাটি। তবে যে সিনেমাটি মুক্তির আগেই দুই ভাগ হয়ে গেছে প্রযোজক ও কলাকুশলী সেই সিনেমাটি একজোট হয়ে দেখতে কতটা আগ্রহবোধ করবেন দর্শক সে সন্দেহ থেকেই যায়।
Leave a Reply