অবশেষে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয় করতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সপ্তাহে দুইদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৪ আগস্ট বুধবার থেকেই কার্যকর করা হবে এ সিদ্ধান্ত। সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে সভাপতিত্ত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সোমবার এক নির্দেশণায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে ‘চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে।’
সরকারি অফিসের সময়সূচিও পরিবর্তন :
এ ছাড়া দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তও নিয়েছে সরকার। আর ব্যাংকগুলোর জন্য এ সময় নির্ধারণ করে দেয়া হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে বেসরকারি অফিস আদালতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব।
Leave a Reply