মাসুদ আলী পুলক- রাজশাহী ব্যুরো : রাজশাহী আর এম পির মতিহার থানা এলাকায় ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় হাসিবুল নামের এক চিহ্নিত মাদক কারবারি কে আটক করা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে এলাকাবাসী। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২১ আগষ্ট রাত সাড়ে এগারোটায় মতিহার থানাধীন খোঁজাপুর মধ্যপাড়া গ্রামস্থ পাকা সরু গলি পথ থেকে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ এ মাদককারবারীকে হাতে নাতে ধরে ফেলে এস আই পলাশ। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলী তুহীনের নিদের্শণায় অভিযানে অংশ নেন এসআই মোঃ পলাশ আলী, এসআই মোঃ আমানত উল্লাহ, এ এসআই মোঃ শাওনসহ সঙ্গীয় ফোর্স।
Leave a Reply