সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে গেলো ২৪ ঘণ্টায়। এ নিয়ে করোনা ভাইরাসে মোট মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ৩১৯ জন। গেলো ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ১০ হাজার ৪৯০ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় গেলো ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় মোট ৪ হাজার ২৯৩টি নমুনা। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ। গেলো ২৪ ঘণ্টায় ২৩৫ জনের সুস্থতার মধ্য দিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন। সংবাদ সূত্র : স্বাস্থ্য অধিদপ্তর
Leave a Reply