না ফেরার দেশে চলে গেলেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন । আইরিন জানান দীর্ঘদিন ধরে তার বাবা ক্যান্সার আক্রান্ত ছিলেন । সেইসাথে আরো নানা রোগে ভুগছিলেন তিনি । আজ বুধবার সকালে হঠাৎ তাঁর অক্সিজেন লেভেল কমে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। কিন্তু দুপুর ১২টার পর তিনি হাসপাতালেই মারা যান। ইউনাইটেড হাসপাতালের ডাক্তার জানালেন, ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে এই সাবেক নির্বাচন কমিশনারের। উল্লেখ্য মাহবুব তালুকদার ১৯৯৯ সালে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব থাকা অবস্থায় চাকরি থেকে অবসর নেন। ১৯৭৫ সালে তিনি তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। তবে নির্বাচন কমিশনার হিসেবে তিনি বেশি আলোচিত ছিলেন। নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তে প্রায়ই একমত হতে পারতেন না তিনি। দ্বিমত পোষণ করে নিজের অবস্থান ব্যাখ্যা করতেন।
Leave a Reply