কক্সবাজারের উখিয়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সিএনজিচালিত অটোরিকশার চারযাত্রী নিহত হয়েছেন।
২৭ আগস্ট শনিবার সকাল ১০টার কাছাকাছি সময়ে উখিয়ার হিজলীয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীবিষয়টি নিশ্চিত করেছেন । তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ কর্মকর্তা জানান, সকালে টেকনাফমুখী একটি ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এর ৩ যাত্রী নিহত হন। বাকি একজনের মৃত্যু হয় হাসপাতাল নেওয়ার পর। মরদেহগুলো উদ্ধার করে গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply