বীরগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বীরগঞ্জের ১০নং মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামে দর্গার ডাঙ্গা নামের একটি পুকুরে এ বিষ প্রয়োগ করা হয়। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার মাছের পোনা মারা গেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা। ২৭ আগষ্ট শনিবার খোঁজ নিয়ে জানা গেছে, ওই পুকুরে দীর্ঘ দিন থেকে মাছ চাষ করে আসছেন বড় করিমপুর ও জোতরঘু গ্রামের কয়েকজন যুবক। সকাল ৬টায় পুকুরে খাবার দিতে এসে মাছ পালনকারীরা দেখেন পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। ধারনা করা হচ্ছে, রাতের কোন এক সময় পুকুরটিতে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী।
Leave a Reply