দেশের সব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে তিন মাস পর আবারো অভিযান পরিচালনা করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর। ২৯ আগস্ট সোমবার থেকে এ অভিযান শুরু হবে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুর কবীর।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে আহমেদুর কবীর জানান অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ব্লাডব্যাংক বন্ধে আগের চেয়ে আরো জোর গতিতে চলবে এ অভিযান। তিনি আরো জানান যাদের নিবন্ধন নেই, গেলো তিন মাসে যাদের লাইসেন্স নবায়ন করা হয়নি, তাদের হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য অবৈধ হাসপাতাল, ডায়াগনেস্টিক সেন্টার ও ক্লিনিকের দৌরাত্ম কমাতে তিন মাস আগেও এ অভিযান চালিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
Leave a Reply