জ্বালানি তেলের দাম কমার প্রেক্ষিতে ৩১ আগস্ট বুধবার বাস ভাড়া কিলোমিটার প্রতি ৫ পয়সা কমিয়েছিলো সরকার। তার ধারাবাহিকতায় আজ ১ সেপ্টেম্বর লঞ্চ ভাড়াও পুনর্নির্ধারণ করা হলো। এক্ষেত্রে প্রতি কিলোমিটারে কমানো হয়েছে ১৫ পয়সা। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে পরিবর্তিত এ লঞ্চ ভাড়া কার্যকর করা হবে। প্রজ্ঞাপন অনুযায়ী লঞ্চ যাত্রীদের ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি প্রতি কিলোমিটারে ৩ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা করা হয়েছে। আর প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৬০ পয়সা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। সেইসাথে লঞ্চযাত্রীদের সর্বনিম্ন ভাড়া ৩৩ টাকার পরিবর্তে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৫টাকা কমার প্রেক্ষিতে বুধবার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত জানায় সরকার।
Leave a Reply