বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। এসময় সাংবাদিক-পুলিশ ও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন। এদের মধ্যে শাওন নামের একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। শাওন যুবদলের একজন কর্মী বলে জানা গেছে। এদিকে শুরুতে দুজনের মৃত্যুর খবর জানানো হলেও বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ। তার কথা অনুযায়ী সরকারি তোলারাম কলেজের যুগ্ম আহ্বায়ক সুজন খান ফারুক নিহত হয়েছেন বলে যে খবরটি বের হয়েছে সেটি সঠিক নয়। তবে সুজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে আছেন বলে জানান তিনি।
Leave a Reply