গর্ভধারিনী বৃদ্ধা মাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে গেছে এক পাষন্ড সন্তান। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চক্ষু হাসপাতাল সংলগ্ন বালিগ্রাম এলাকায়।
৮০ বছর বয়স্কা বৃদ্ধা মা টুনি বেওয়ার বাড়ি শিবগঞ্জ উপজেলার চৈতন্য পুর গ্রমে। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জননী। বালিগ্রাম এলাকার বাসিন্দা ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে হাসপাতাল সংলগ্ন বালিগ্রাম রাস্তার পাশে দড়ির খাটে (খাটলি) বৃদ্ধা মহিলা টুনি বেওয়াকে শুইয়ে রেখে পালিয়ে যায় তার ছেলে মানিরুল। পাশেই তার স্বামী পরিত্যক্তা মেজো মেয়ে নাজমার ভাড়া বাসা। তিনি জানান, বাসাবাড়িতে কাজ করা নাজমার হাত এবং পা ভেঙে যাওয়ায় দুই মাস আগে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ছেলে মানিরুলের কাছে রেখে আসেন তার মাকে। কিন্তু ভরণপোষণ চালাতে না পারার অজুহাতে শুক্রবার সকালে ছেলে মানিরুল তার বোন নাজমার বাসার কাছে রাস্তার ধারে দড়ির খাটে নিয়ে এসে সবার অজান্তে ফেলে চলে যায় তার বৃদ্ধা মাকে। প্রতিবেশিরা জানতে পেরে তার মেয়েদের জানালে তারাও তাদের মায়ের দায়িত্ব নিতে অসম্মতি জানায়। পরে জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিমকে জানালে তিনি বৃদ্ধার ভরণ পোষণের দায়িত্ব নেন এবং বৃদ্ধার ছোট মেয়ের কাছে রাখার ব্যবস্থা করেন। এদিকে বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে রেখে যাওয়ার ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকাজুড়ে।
মো মিজানুর রহমান-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Leave a Reply