চলে গেলেন গাজী মাজহারুল আনোয়ার :
একুশে পদকপ্রাপ্ত দেশবরেন্য গীতিকার ও চলচ্চিত্র পরিচালক আর নেই। ৪ সেপ্টেম্বর রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। পারিবারিকসূত্রে জানা গেছে কয়েকদিন ধরে এসিডিটির সমস্যায় ভুগছিলেন তিনি। সকালে বাথরুমে যাওয়ার সময় পড়ে গেলে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হয়। তার কিছুক্ষণ পরই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পুরো সংস্কৃতি অঙ্গনে। হাসপাতালে ছুটে যান চিত্রনায়ক শাকিব খান, বাপ্পারাজ, অনন্ত জলিল, মনির খানসহ সাংস্কৃতিক অঙ্গনের তারকারা। ৫ সেপ্টেম্বর সোমবার গাজী মাজহারুল আনোয়ারের মায়ের কবরে দাফন করা হবে এই কিংবদন্তিকে।
গাজী মাজহারুল আনোয়ারের সংক্ষিপ্ত কর্মময় জীবন
গাজী মাজহারুল আনোয়ার। দেশের সাংস্কৃতিক অঙ্গনের একটি স্বনামধন্য নাম একটি শ্রদ্ধার নাম। ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করা গাজী মাজহারুল আনোয়ারই একমাত্র ব্যক্তি যিনি জীবদ্দশায় বিশ হাজারেরও বেশি গান লিখেছেন। তিনিই একমাত্র ব্যক্তি যার তিনটি গান জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’ এবং ‘একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয় স্থান পেয়েছিলো বিবিসির জরিপকৃত সর্বকালের সেরা বিশটি বাংলা গানের তালিকায়।’। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে নিয়মিত বাজানো হতো তার জয় বাংলা বাংলার জয় গানটি। ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানে গীতিকার হিসেবে তার পদচারণা শুরু। ১৯৬৭সালে চলচ্চিত্র পরিচালক আয়না ও অবশিষ্ট’ ছবিতে ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ গানটি দিয়ে চলচ্চিত্রের গান লেখা শুরু তার। এই গানটির জনপ্রিয়তা কমেনি আজ পঞ্চাশ বছর পরও। তারপর থেকে তার হাতে রচিত হয়েছে গানেরই খাতায় স্বরলিপি লিখে, শুধু গান গেয়ে পরিচয়, এই মন তোমাকে দিলাম, চোখের নজর এমনি কইরা, সে যে কেন এলো না, ও আমার রসিয়া বন্ধু রে, অনেক সাধের ময়না আমার, জীবনের গল্প এত ছোট নয়সহ অসংখ্য কালজয়ী গান। গাজী মাজহারুল আনোয়ার ছিলেন একজন দক্ষ চিত্রনাট্যকার ও চিত্র পরিচালক। তার পরিচালিত প্রথম ছবি নান্টু ঘটক মুক্তি পায় ১৯৮২ সালে। তারপর একে একে সমাধি, শাস্তি, সন্ধি, ক্ষুধা, স্নেহ, তপস্যা, উল্কা, পাষাণের প্রেমসহ ৪০টিরও বেশি ছবি পরিচালনা করেন তিনি। আর গীতিকার হিসেবে কাজ করেন কয়েকশ চলচ্চিত্রে। পুরস্কার হিসেবে গাজী মাজহারুল আনোয়ার ৫বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০০২ সালে লাভ করেন একুশে পদক। তাছাড়া একাধিকবার বাচসাস পুরস্কার, বিজেএমই অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ডসহ জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। যতদিন বাংলা গান থাকবে, বাংলা চলচ্চিত্র থাকবে ততদিন গাজী মাজহারুল আনোয়ারের নাম উচ্চারিত হবে পরম শ্রদ্ধায়।
Leave a Reply