ভিয়েতনামের ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে হো চি মিন সিটির একটি কারাওকে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে সংঘটিত এ অগ্নিকান্ডে এখন পর্যন্ত ৩২জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৫ জন নারী রয়েছেন। সংবাদমাধ্যম জানায় মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানের ওপরের তলায় আগুন লাগার পর কক্ষে থাকা বেশ কয়েকজন গ্রাহক ও কর্মচারী আটকা পড়েন। দ্বিতীয়-তৃতীয় তলা থেকে ঝুঁকি নিয়ে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচেছেন বেশ কয়েকজন। এদের মধ্যে কয়েকজন আহতও হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রাথমিক অবস্থায় ২৩জন এবং পরে আরো ১০জনের মৃত্যু হয়। তবে কি কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি কোনো সংস্থা। আগুণ লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এদিকে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের সময় বারে প্রায় ৬০ জন লোক ছিলেন। ‘আগুনটি বারের দ্বিতীয় তলায় শুরু হয়ে মুহূর্তেই তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। ভবনের এই অংশটি দাহ্য পদার্থে পূর্ণ ছিল বলেও জানিয়েছে উল্লিখিত মন্ত্রণালয়।’
উল্লেখ্য, ভিয়েতনামে কারাওকে বারে অগ্নিকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। মাত্র এক মাস আগেই এক বারে সংঘটিত অগ্নিকাণ্ডে দমকলবাহিনীর তিন কর্মী নিহত হয়েছিলো। তাছাড়া ছয় বছর আগে রাজধানী হ্যানয়ের একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।
Leave a Reply