ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে ৪ ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছে ৫ ডাকাত।
১২ সেপ্টেম্বর সোমবার বিকেলে ঢাকার মিরপুর থেকে মুরগি ব্যবসায়ী মোঃ সাফায়েত হোসেন মিঠুন,
মোঃ রমজান আলী, মোঃ ইয়াসিন, মোঃ সোহাগসহ চার জন একটি পিকআপে করে টাঙ্গাইল জেলার মির্জাপুর যাচ্ছিলেন। তাদের গাড়িটি নবীনগর ক্যান্টমেন্ট এলাকায় পৌঁছলে ডাকাতদলের ব্যবহৃত ঢাকা মেট্রো-চ ১৯-৪৫৪৭ নম্বরের মাইক্রোবাসটি ব্যবসায়ীদের গাড়ির গতিরোধ করে। তারপর নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীদের তাদের গাড়িতে তুলে নেয়। এরপর পাল সিএনজির পাশে ফাঁকা স্থানে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ লাখ ৬৪ হাজার টাকা লুটে নিয়ে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেয়। এরপর গ্রামের ভেতরের একটি রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করলে ব্যবসায়ীরা চিৎকার দিয়ে সহযোগিতা চান। চিৎকার শুনে লোকজন ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাসটি ধাওয়া করে ধরে ফেলে এবং
গাড়িতে থাকা ডাকাতদের গণধোলাই দেয়। পরে স্থানীয় সোমভাগ ইউনিয়ন পরিষদে তাদের আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার মোঃ রুবেল হোসেন, পটুয়াখালীর মোঃ শওকত হোসেন, ঝালকাঠির রিয়াজুল ইসলাম, পটুয়াখালীর নুরুল ইসলাম এবং একই এলাকার নুরুল। এ সময় আটককৃতদের কাছ থেকে দুটি ডিবি পোশাক, একটি ওকি টকি ও তাদের ব্যবহৃত ম্যাইক্রোবাসটি জব্দ করা হয়। এ ব্যাপারে ধামরাই থানার ওসি অপারেশন নির্মল দাশ জানান, খবর পেয়ে তারা তৎক্ষণাৎ ডাকাতদের আটক করে থানায় নিয়ে আসেন। ভুক্তভোগীরা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি। ধামরাই প্রতিনিধি
Leave a Reply