জামালপুর সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক পদে যোগদান করেছেন আব্দুর রাজ্জাক ।
বৃহস্পতিবার প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে তিনি উক্ত প্রতিষ্ঠানে যোগদান করেন। এ সময় সানাকৈর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মমিনুল ইসলাম মিন্টু প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের নিয়োগপত্র তার হাতে তুলে দেন। এসময় অনান্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুন ন্নাহার, শিক্ষক প্রতিনিধি আব্দুর রাজ্জাক, শাজাহান আলী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শাহনাজ পারভীনসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নবাগত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক তার বক্তৃতায় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, জনসাধারণসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- প্রতিনিধি,সরিষাবাড়ি (জামালপুর)
Leave a Reply