জামালপুর জেলার সরিষাবাড়ীতে বজ্রপাতে নিহত তারা মিয়ার পরিবারকে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়ের বরাদ্ধকৃত ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ চেক প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা বজ্রপাতে নিহতের পরিবাররকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আশরাফুল আলম মানিক,ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন,আওনা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রোকসানা বেগম উপস্থিত ছিলেন।বজ্রপাতে নিহত তারা মিয়া উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী গ্রামের বাসিন্দা।আর্থিক সহায়তার চেক নিহত তারা মিয়ার স্ত্রী সীমা আক্তার চেকটি গ্রহন করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
সভাপতি -সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব।
Leave a Reply