নবীনগর প্রতিনিধি :
মাদক থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাই ভোল্টেজ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার জাকির আহাম্মদ ফুটবল একাদশ। খেলায় ২-১ গোলে ব্যারিস্টার জাকির আহাম্মদ ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ব্যারিস্টার জাকির আহাম্মদের প্রধান পৃষ্ঠপোষকতায় ও সৌদিআরব প্রবাসী নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ফারুক আহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি সামছ আলম, লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। টানটান উত্তেজনাপূর্ণ খেলাটি উপভোগ করতে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখো দর্শক। খেলার ধারাভাষ্যে ছিলেন এস এ বিল্পব ও এডভোকেট শফিকুল ইসলাম আকাশ। সার্বিক সহযোগীতায় ছিলেন সৌদিআরব প্রবাসী মোঃ সুহেল চৌধুরী ও মালেশিয়া প্রবাসী সুজন খন্দকার। এ সময় ব্যারিস্টার সুমন তার বক্তব্যে এত সুন্দর আয়োজনের জন্য ব্যারিস্টার জাকির আহাম্মদকে ধন্যবাদ জানান। সেইসাথে তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করার আহবান জানান। এদিকে ব্যারিস্টার জাকির আহাম্মদ সোস্যাল মিডিয়াতে জনপ্রিয় ব্যাক্তিত্ব ব্যারিস্টার সুমনের সাথে এই প্রীতি ম্যাচের মাধ্যমে নবীনগরে এক নতুন ইতিহাস সৃষ্টি করলো বলে মন্তব্য করেন। খেলা শেষে ব্যারিস্টার সুমনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।
Leave a Reply