জামালপুর জেলার সরিষাবাড়ীতে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মেহেরুন খান বিদিশা (২) শিমলা পল্লী এলাকার মুন্না খান এর একমাত্র সন্তান। জানা যায়, শিমলা পল্লী এলাকার বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। পরে মেয়েকে না পেয়ে মা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ডোবায় দেখতে পান । পরে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ফাহমিদা জাহান তিথি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়। একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় হয়ে গেছে শিশুটির পরিবার।
Leave a Reply