জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠান করা হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস পাঠান।সরিষাবাড়ী পৌর মেয়র মনির উদ্দিন। সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ , মহব্বত কবীর , সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, সরিষাবাড়ী টাউন বনিক সমিতির সভাপতি ও জাসদ সরিষাবাড়ী উপজেলা সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ ,সহ মসজিদের ইমাম গণ, শিক্ষক গণ, উপজেলা আওয়ামী লীগ , যুবলীগ,ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ-প্রতিনিধি, সরিষাবাড়ী,
Leave a Reply