প্রেমের কারণে ভীনদেশি নারীদের এদেশে চলে আসার ঘটনা অহরহই ঘটে থাকে। এবার সে তালিকায় যুক্ত হলো মালয়েশিয়া থেকে চাঁদপুরের হাজীগঞ্জে ছুটে আসা তরুণী নুর আয়েশার নাম। ২০ বছর বয়সী এ মালয়েশিয়ান তরুণী ধর্মীয় বিধিবিধান মেনে ভালোবাসার মানুষ ওমর ফারুকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মকিমাবাদ এলাকার যুবক ওমর ফারুকের সাথে মালয়েশিয়ান তরুণী নূর আয়েশার বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন নূর আয়েশার মা, বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রী এবং ওমর ফারুকের অভিভাবকসহ বিপুল সংখ্যক আত্মীয় স্বজন। বিয়ের আগে মহা ধুমধামে তাদের গায়ে হলুদ দেওয়া হয়। জানা গেছে আয়েশা মালয়েশিয়ার পেনাং শহরের বাসিন্দা। তিনি স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি চাকরিও করছেন। গেলো ১৪ সেপ্টেম্বর বুধবার ওই তরুণী মালয়েশিয়া থেকে তার মা, বড় ভাই ও ভাবীকে নিয়ে বাংলাদেশের চাঁদপুরের হাজীগঞ্জে চলে আসেন।
অন্যদিকে ওমর ফারুক সাত বছর আগে মালয়েশিয়ায় যান জীবীকার তাগিদে। সেখানে ফেসবুকে নূর আয়েশার সাথে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। চার মাস আগে ওমর ফারুক বাংলাদেশে চলে এলে ভালোবাসার টানে বাংলাদেশে চলে আসেন নূর আয়েশা। এদিকে বিয়ের পর আবারো মালয়েশিয়ায় ফিরে গিয়ে নতুন করে কর্মজীবন শুরু করবেন বলে জানিয়েছে নবদম্পতি। বিয়েতে খুশি ওমর ফারুকের পরিবারও।
Leave a Reply